রাজপরী!
দুই পরিবারের কাছের মানুষজন নিয়ে গতকাল শুক্রবার রাতে চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজের গায়ে হলুদের ঘরোয়া অনুষ্ঠান হয়েছে। গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন পরীমনি।
আজ শনিবার রাত ১০টায় বিয়ে অনুষ্ঠানের আয়োজন হবে। এর আগে আজ সকালে পরীমনি ফেসবুকে হলুদের ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন রাজপরী।
আজ রাতের বিয়ে অনুষ্ঠানের খবর একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।
গত ১০ জানুয়ারি পরীমনি ও শরিফুল জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন তারা। সন্তানের বাবা-মা হতে চলেছেন দুজনে।
ঘরোয়া হলুদ ও বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি ও পরী- রাজের পরিবারের কাছের মানুষজন।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম 'গুনিন' এ অভিনয় করতে গিয়ে তাদের প্রেম। তারপর বিয়ে করেন পরী-রাজ।
Comments