শান্তার অতিথি আফজাল হোসেন

নায়ক আফজাল হোসেনের বিপরীতে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন শান্তা ইসলাম। কিন্তু এক যুগ ধরে অনুষ্ঠান উপস্থাপনা করলেও অতিথি হিসেবে আফজাল হোসেনকে পাওয়া হয়নি তার।
এবার শান্তা ইসলামের সেই চাওয়া পূরণ হয়েছে। তার উপস্থাপনায় 'লাইফ ইজ বিউটিফুল' অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন আফজাল হোসেন।
শান্তা ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। কিন্তু আফজাল হোসেনকে কখনও অতিথি হিসেবে পাইনি। এবার আমার ইচ্ছে পূরণ হয়েছে। আফজাল হোসেনকে অতিথি হিসেবে পেয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। অনেক স্মৃতি তার সঙ্গে। অনেক না বলা কথা তিনি বলেছেন অনুষ্ঠানে।'
আফজাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'শান্তা ইসলামের অনুষ্ঠানে মন খুলে কিছু কথা বলেছি। অনেকদিন পর আড্ডা আমেজে একটি অনুষ্ঠানে কথা বলতে পেরে ভালো লাগছে।'
আরটিভিতে আজ রোববার রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
Comments