টিভি ও সিনেমা

শিল্পী সমিতির নির্বাচনে এক প্যানেলে ইলিয়াস কাঞ্চন-নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ প্রতিদ্বন্দ্বিতা করবেন। 
অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

আজ বৃহস্পতিবার রাতে তারা দ্য ডেইলি স্টারকে জানান, ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে গঠিত একটি প্যানেল এই নির্বাচনে অংশ নিচ্ছে। 

নির্বাচনের বিষয়ে ইলিয়াস কাঞ্চন দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলচ্চিত্রের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমরা চলচ্চিত্রের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখতে চাচ্ছি না। সেই কারণে নির্বাচনে অংশ নিচ্ছি। একটা ঝকঝকে কমিটি উপহার দেব বলে আশা করছি।' 

নিপুণ ডেইলি স্টারকে বলেন, 'আমরা শিল্পী সমিতির উদোগে বছরে অনেকগুলো সিনেমা নির্মাণের চেষ্টা করব। এতে করে সবাই কাজের মধ্যে থাকবে। চলচ্চিত্রের এগিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। এই কারণে নির্বাচনে আসছি।'

সদ্য মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একই প্যানেল থেকে নেতৃত্ব দেবেন বলে শোনা যাচ্ছে। 

আগামী ২৮ জানুয়ারি সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ৭ জানুয়ারি সমিতির সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা হবে। 

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। এ ছাড়া দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

Comments