শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

নির্বাচনে জয়ী হয়েও ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন অভিনয় শিল্পী রোজিনা। গত বৃহস্পতিবার তিনি ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দেন।
আজ শুক্রবার দুপুরে রোজিনা দ্য ডেইলি স্টারকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'ব্যক্তিগত অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই শিল্পী সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। এ কারণে গতকাল বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিতে সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।'
কাঞ্চন-নিপুণ প্যানেলের কারণে পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'একেবারেই তেমন কিছু না। কোনো দিকে বায়াস হয়ে পদত্যাগ করিনি। আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। বিষয়টি কাঞ্চন সাহেবকেও বুঝিয়ে বলেছি। আমার পরিচালিত ছবি 'ফিরে দেখা' সিনেমার নায়কও ইলিয়াস কাঞ্চন। নিজেও অভিনয় করেছি তার বিপরীতে। আসলে সময় দিতে পারবোনা তাই পদত্যাগ করেছি।'
এবারের ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরী কমিটিতে নির্বাচন করে ১৮৫ ভোট পেয়ে জয়ী হন রোজিনা।
Comments