‘শেষের কবিতার অমিত চরিত্রে অভিনয় করতে চাই’

টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেতা অপূর্ব। সাময়িক বিরতি দিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তার হাতে আছে একাধিক নাটকের শুটিং। ইতোমধ্যে একটি ঈদের নাটকের শুটিং শেষ করেছেন।
সম্প্রতি দ্য ডেইলি স্টারের মুখোমুখি হন অপূর্ব। কথা বলেন বিভিন্ন বিষয়ে।
ঈদের নাটকের শুটিং শুরু হয়েছে, কেমন ব্যস্ততা যাচ্ছে আপনার?
ঈদের নাটকের শুটিং শুরু করেছি। গত সপ্তাহে মুহিদুল ইসলামের পরিচালনায় একটি নাটকের শুটিং করেছি। এই নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন। আগামীকাল শিহাব শাহীনের পরিচালনায় একটি ঈদের নাটকের শুটিং করব। এটি কমেডি ঘরনার নাটক এবং আমার বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর। আরও কিছু ঈদের নটকের শুটিং করব।
ঈদ উপলক্ষে কয়েক'শ নাটক প্রচারিত হয়, এতে কি নাটকের মান ধরে রাখা সম্ভব হচ্ছে?
দেখুন একটি টিভি চ্যানেলে থেকে এখন অনেক চ্যানেল হয়েছে। আগের চেয়ে দর্শক বেড়েছে। অবশ্যই ভালো নাটক হচ্ছে। দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে। নানান গল্পের নাটক হচ্ছে। রোমান্টিক, কমেডি, সিরিয়াস সব ধরনের নাটক হচ্ছে। দর্শক তার পছন্দ মতো নাটক দেখার সুযোগ পাচ্ছেন। মেধাবী পরিচালকরা আসছেন। সব মিলিয়ে বলব, নাটকের মান ভালো হচ্ছে।
বর্তমানে ওটিটির জোয়ার দেখা যাচ্ছে। এটাকে কীভাবে দেখছেন?
ওটিটির বাজেট ভালো। এখানে প্রচুর এক্সপেরিমেন্ট করে কাজ করা যায়। এ কারণে ওটিটিতে দর্শকের আগ্রহ বাড়ছে। তবে, শহর এলাকায় এর জোয়ার শুরু হলেও আমি বিশ্বাস করি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়বে। ইউটিউব কিন্তু শুরুতে এতোটা জনপ্রিয়তা পায়নি। একটু সময় লেগেছে। এখন ইউটিউবের নাটক অনেক রিচ হচ্ছে। ওটিটিও একসময় ওই জায়গায় পৌঁছে যাবে। আমিও অনেকগুলো ওয়েব সিরিজে অভিনয় করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি।
দীর্ঘ ক্যারিয়ারে নানান চরিত্রে অভিনয় করেছেন। এমন কোনো চরিত্র আছে কী যেটাতে আপনি অভিনয় করতে পারেননি-
এ কথা সত্য যে- রোমান্টিক হিরো, কমেডি নাটক, সিরিয়াস নাটক সব ধরনের গল্পের চরিত্রে মিশে যাওয়ার সুযোগ আমার হয়েছে। অনেক এক্সপেরিমেন্ট করতে পেরেছি বিভিন্ন চরিত্রে অভিনয় করে। শেষের কবিতা উপন্যাস আমার খুব প্রিয়। এই উপন্যাসের অমিত চরিত্রটি আরও প্রিয়। আমার এখনো অমিত চরিত্রে অভিনয় করা হয়নি। এই চরিত্রটি করতে চাই।
Comments