সফল গায়ক কিছুটা নায়ক কিশোর কুমার

ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সফল প্লেব্যাক গায়ক কিশোর কুমার। গায়কের পাশাপাশি নায়ক হিসেবেও তিনি পরিচিত। খ্যাতিমান এই মানুষটির আজ ৩৪তম প্রয়াণ দিন।
১৯৮৭ সালের ১৩ অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী।
গান গাওয়ার পাশাপাশি ১৯৫১ সালে 'আন্দোলন' চলচ্চিত্রে নায়ক হিসেবে দেখা যায় কিশোর কুমারকে। এ ছাড়াও তিনি অভিনয় করেন 'দূর গগন কি ছাঁও মে', 'দূর কা রাহি', 'চালতি কা নাম গাড়ি', 'হাফ টিকিট', 'পারোসান', 'ঝুমরু', 'হাঙ্গামা', 'পেয়ার দিওয়ানা' সিনেমায়।
কিশোর কুমার সিনেমায় প্রথম প্লেব্যাক করেন ১৯৪৮ সালে বোম্বে টকিজের 'জিদ্দি' সিনেমায়। তবে, 'মরণ কি দুয়ায়ে কিউ মাঙ্গু' শিরোনামের গানটি তেমন সাড়া ফেলতে পারেনি।
কিশোর কুমারের গাওয়া শ্রোতাপ্রিয় বাংলা গানগুলোর মধ্যে রয়েছে 'আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো', 'আশা ছিল ভালোবাসা ছিল', 'আমার পূজার ফুল', 'তোমার বাড়ির সামনে দিয়ে', 'একদিন পাখি উড়ে যাবে যে আকাশে', 'কি আশায় বাঁধি খেলাঘর', 'কোথা আছো গুরুদেব', 'নয়ন সরশী কেন ভরেছে জলে', 'একদিন পাখি উড়ে যাবে যে আকাশে', 'তোমায় পড়েছে মনে', 'সেদিনও আকাশে ছিল কত তারা'।
হিন্দি শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে 'হামে তুমসে পেয়ার কিতনা', 'হামে অর জিনে কি', 'দেখা এক খাওয়াব', 'সাগার কিনারে', 'চেহরা হে ইয়া', 'ইয়ে দোস্তি', 'রিমঝিম ঘিরে সাওয়ান, 'চিঙ্গারি কোই ভরকে', 'কোরা কাগজ থা ইয়ে মন মেরা', 'তুম আগয়ে হো'।
১৯২৯ সালের ৪ আগস্ট কিশোর কুমার জন্ম নেন ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ার এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে। তার প্রকৃত নাম আভাস কুমার গাঙ্গুলি। কিশোর কুমার বিয়ে করেছেন ৪টি। প্রথম স্ত্রীর নাম রুমা গুহঠাকুরতা, দ্বিতীয় স্ত্রী মধুবালা, তৃতীয় স্ত্রী যোগিতা বালি এবং চতুর্থ স্ত্রী লীনা চন্দ্র ভরকার। তাদের মধ্যে রুমা ছিলেন গায়িকা। বাকি ৩ স্ত্রী ছিলেন নায়িকা।
Comments