‘সালমান শাহকে একবার যদি ছুঁতে পারতাম’

সাইমন সাদিক। ছবি: সংগৃহীত

সালমান শাহ নামটি অমর হয়ে আছে কোটি ভক্তদের হৃদয়ে। ক্ষণজন্মা এই চিত্রনায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তারপরও গত ২৫ বছর ধরে তিনি আছেন আলোচনায়।

সিনেমার অনেক নায়ক তাকে নিজেদের আদর্শ হিসেবে উল্লেখ করেন। তাদের একজন সাইমন সাদিক। সালমান শাহকে নিয়ে তার ভেতরে রয়েছে গভীর ভালোলাগা।

গত বছর তার প্রিয় সালমান শাহের একটা গাড়ির খোঁজ পাওয়া গিয়েছিল। সেখানে গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন 'পোড়ামন'-খ্যাত এই অভিনেতা।

সম্প্রতি, সিলেটের দাড়িয়া পাড়ায় সালমান শাহ ভবনে গিয়েছিলেন তিনি। সেখানে প্রিয় নায়কের নানান স্মৃতি ছুঁয়ে এসেছেন।

সাইমন সাদিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসলে এই অনুভূতি বোঝানো সম্ভব না। একটা ঘোরের মধ্যে ছিলাম। এটি আমার জীবনের অন্যতম আনন্দদায়ক স্মৃতি হয়ে থাকবে।'

'সেখানে সালমান শাহ'র নানা বিষয় জানার চেষ্টা করেছি। বাংলা সিনেমার এই রাজপুত্রের অভিনীত প্রতিটি সিনেমা অনেকবার করে দেখেছি। এখনো নতুন এখনো আধুনিক লাগে সবকিছু।'

তিনি আরও বলেন, 'সেখানে গিয়ে ঘণ্টা খানেক মতো ছিলাম। যখন প্রিয় নায়কের ক্যাপ পরে ছবি তুলছিলাম কেমন ভীষণ ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়েছিল। আমার মনে হচ্ছিল একবার যদি তাকে ছুঁতে পারতাম! শুধু একবার! এটা কেন মনে হচ্ছিল জানি না।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago