সিনেমাটির জন্যই দেশে ফেরা: মিশা সওদাগর

শাকিব খানের সঙ্গে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর। কিছু কারণে তাদের মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব। দুই বছর পর সেই দূরত্ব ভুলে আবারও একসঙ্গে হচ্ছেন দুজন। 'লিডার, আমিই বাংলাদেশ' নামের সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের।
আজ মঙ্গলবার মিশা সওদাগর সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক তপু খান।
তিনি বলেন, 'আগামীকাল থেকেই পাঁচ দিনের জন্য শুটিংয়ে অংশ নিচ্ছেন মিশা সওদাগর।'
আজ সন্ধ্যায় মিশা সওদাগর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের দুজনকে দর্শকরা নায়ক-খলনায়কের জুটি হিসেবে দেখতে চায়। শাকিবের সঙ্গে কাজ করে আলাদা একটা মজা আছে। আমি সিনেমাকে ভালোবাসি বলেই অমেরিকায় গিয়েও এক সপ্তাহ থেকে দেশে ফিরে এসেছি। মূলত এই সিনেমার জন্যই দেশে ফেরা। সিনেমার প্রতি আমার এক ধরনের প্রেম রয়েছে।'
'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমায় শাকিব খান, মিশা সওদাগর ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, ফখরুল বাশার ও মিলি বাশারসহ অনেকে।
Comments