সিনেমার গল্প নিয়ে নাটক ‘দুধভাত’
দীর্ঘ দেড় বছর পর নাটক পরিচালনায় ফিরলেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। ঈদুল ফিতর উপলক্ষে নির্মাণ করেছেন নাটক 'দুধভাত'।
হাসির আড়ালে এই নাটকে দেখা যাবে সামাজিক বাস্তবতার বিষয়টিও। 'দুধভাত' নাটকে স্থানীয় নেতা সামসুল ইসলাম চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
কচি খন্দকার বলেন,'ছোটবেলায় খেলতে গিয়ে যে ছেলেটি বাড়তি হতো, তাকে বলা হতো দুধভাত। সে দুই পক্ষেই খেলতে পারত। এই দুই পক্ষে খেলতে পারার মধ্য দিয়ে আসলে নীতিভ্রষ্টতা তৈরি হয়। পরবর্তী জীবনে তার আদর্শ বলে কিছু থাকে না। আর এই বিষয়টি ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছি।'
তিনি আরও বলেন, 'নাটকটির গল্প সিনেমার; আর সেই সিনেমার গল্প নিয়ে নাটক নির্মাণ করেছি। এটা ভাবলে কষ্ট লাগে। কারণ আমি ভাবি, এ ধরনের গল্প নিয়ে সিনেমা বানালে ভালো হতো।
এই নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন -মামুনুর রশীদ, হিমি হাফিজ, আফরোজা, সূচনা সিকদার প্রমুখ। বাংলাভিশনের ঈদুল ফিতরের অনুষ্ঠামালায় প্রচার হবে নাটকটি।
Comments