সিয়াম-বুবলির প্রথম সিনেমার মুক্তি আজ

taan_27jan22.jpg

প্রথমবার একই সিনেমায় দেখা যাবে সিয়াম ও শবনম বুবলিকে। 'টান' সিনেমার প্রথম টিজার প্রকাশের পরই তাদের রসায়ন ও লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিনেমা 'টান'। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

নির্মাণের সময় থেকেই আলোচনায় ছিল এই সিনেমাটি। কেননা প্রথমবারের মতো এই সিনেমায় একসঙ্গে আছেন সিয়াম আহমেদ ও শবনম বুবলি । আরও আছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবিসহ অনেকে।

বুবলি বলেন, এই টিমটা আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। পরিচালক খুব সুন্দর করে সিনগুলা ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তার সঙ্গে প্রথম কাজ করছি।

সিয়াম বলেন, 'এটি চলতি বছরের প্রথম সিনেমা। সিনেমাটায় আমাদের অনেকের অনেক প্রথম কিছু নিয়ে নির্মিত হয়েছে। পরিচালকের সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে কিন্তু বুবলীর সঙ্গে আমার সেটে গিয়েই পরিচয়। তারপরও সবাইকে অবাক করে দিয়ে বুবলী অসাধারণ কাজ করেছেন। আমার বিশ্বাস দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখবে।'

'টান' সিনেমার গল্পে দেখা যাবে, অবনী ও রাশেদ নামে দুজনই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরে কোথাও। তাদের টোনাটুনির ভালোবাসার সংসারে হঠাৎ ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago