নীরবতা ভাঙলেন জাডা, টিকিট বিক্রি বাড়ল ক্রিস রকের

এবারের অস্কারের মঞ্চে উইল স্মিথ ও জাডা পিনকেট স্মিথ। ছবি: রয়টার্স

অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনায় নীরবতা ভেঙেছেন তার স্ত্রী জাডা পিনকেট স্মিথ। বিপরীতে রোববারের ঘটনার পর ক্রিস রকের কমেডি শোগুলোর টিকিটের দাম ও বিক্রির পরিমাণ– দুটোই বেড়েছে।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মূলত অস্কারের মঞ্চে ঘটে যাওয়া প্রসঙ্গ টেনে জাডা গতকাল মঙ্গলবার ইস্টাগ্রামে লিখেছেন, 'এখন ক্ষত শুকানোর সময় এবং আমি সেটাই করতে চাই।'

এবারের অস্কারের আসরে সেরা অভিনেতার পুরষ্কার জেতেন উইল স্মিথ। সেই ঘোষণার আগেই জাডার মুণ্ডিত মাথা নিয়ে ক্রিস রকের রসিকতার জের ধরে মঞ্চে উঠে তাকে চড় মেরে বসেন স্মিথ। ২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হয়ে চুল ঝরে যাওয়া জাডাকে নিয়ে এমন রসিকতা আহত করে স্মিথকে।

সোমবার এই ঘটনার জন্য উইল স্মিথ ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন। এসব নিয়ে বিশ্বজুড়ে মূলধারার সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় বইলেও জাডা একেবারেই নীরব ছিলেন।

এদিকে স্মিথের হাতে চড় খাওয়া ক্রিস রক এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও চড়ের ঘটনার পর তার কমেডি শোগুলোর টিকেটের দাম বহুলাংশে বেড়ে গেছে। বিক্রিও হচ্ছে প্রচুর।

লাইভ ইভেন্ট টিকেটিং সাইট টিকপিকের দেওয়া তথ্য অনুসারে, সোমবার রাতে তারা রকের যত টিকেট বিক্রি করেছে, তা এর আগের এক মাসে বিক্রি হওয়া টিকেটের তুলনায় বেশি।

টিকপিকের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএসকে জানান, আজ বুধবার বস্টনে ক্রিস রকের একটি শো আছে। সেই শোয়ের টিকিটের নির্ধারিত দাম ছিল ৪৬ ডলার। তা এখন বেড়ে ৪১১ ডলারে পৌঁছেছে।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

8h ago