পপতারকা রিয়ান্না এখন বিলিয়নিয়ার

রিয়ান্না। ফাইল ছবি, রয়টার্স

ফোর্বসের মতে, রিয়ান্না এখন আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার এবং বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী।

বিবিসি জানিয়েছে, এই পপ তারকার সম্পদের মূল্য প্রায় ১.৭ বিলিয়ন ডলার। যার মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন ডলার তার ফেন্টি বিউটি কসমেটিকস কোম্পানি থেকে এসেছে।

তার বাকি আয়ের বেশিরভাগ প্রায় ২৭০ মিলিয়ন স্যাভেজ এক্স ফেন্টি থেকে এবং সংগীত ও অভিনয় থেকে আসে।

বিনোদন জগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে তিনি অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় স্থানে আছেন।

রিয়ান্নার আসল নাম রবিন ফেন্টি। তিনি ২০১৭ বিলাসবহুল পণ্য সংস্থা এলভিএমএইচ-এর সঙ্গে অংশীদারিত্বে ফেন্টি বিউটি চালু করে। তখন তিনি বলেছিলেন, আমার লক্ষ্য 'সব ধরনের নারীর' কাছে পৌঁছানো এবং ৪০টি বিভিন্ন ফাউন্ডেশন শেড চালু করা। যেটি তখন মূলত অভূতপূর্ব ছিল। 

এলভিএমএইচ জানিয়েছে, এই মাধ্যমে তারা প্রথম বছরে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।

তবে, রিয়ান্না সব ব্যবসায়িক উদ্যোগ অবশ্য ফলপ্রসূ হয়নি।

২০১৬ সালের পর থেকে তিনি কোনো স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি। তবে, সম্প্রতি বয়ফ্রেন্ড রকির সঙ্গে একটি মিউজিক ভিডিও শুটিং করতে দেখা গেছে।
 

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

9h ago