২ বছর পর ইত্যাদিতে বিদেশিরা

বিদেশিদের নিয়ে তৈরি ইত্যাদির বিশেষ পর্বের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

হানিফ সংকেত প্রায় ২ যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন। তবে, করোনা মহামারির কারণে গত ২ বছর তা সম্ভব হয়নি।

এবার ঈদে ইত্যাদিতে আবার দেখা যাবে বিদেশিদের নিয়ে তৈরি পর্ব। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন ঢাকায় বসবাসরত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক। আমাদের গ্রামীণ জনপদে সন্তান নিয়ে প্রচলিত কিছু কুসংস্কারের ওপর তৈরি করা হয়েছে এবারের পর্ব।

এ বিষয়ে হানিফ সংকেত বলেন, 'মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। তারা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা। এসব দেখে আমি মুগ্ধ। আশা করি প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।'

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

46m ago