২ বছর পর রাজের নাটকে মেহজাবিন

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'কাজল' নাটকে অভিনয় করলেন মেহজাবিন চৌধুরী। নাটকের নাম ভূমিকায় তাকে দেখা যাবে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার ও অপ্সরা। এতে মেহজাবিনের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাটকটি ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে। ভালোবাসার বিশেষ দিনে প্রেমিক-প্রেমিকার ভালোবাসার কথা উচ্চারিত হয়। আমি ভাবলাম, বাবা-মেয়ের ভালোবাসার গল্প বলবো। তাই এটি লিখেছি। বাবা-মেয়েকে কেন্দ্র করে সাজানো হয়েছে নাটকের গল্প।'
'প্রায় ২ বছর পর আমার কোনো নাটকে অভিনয় করলেন মেহজাবিন,' যোগ করেন তিনি।
'কাজল' নাটকে বাবাকে নিয়ে গান করেছেন নাভেদ পারভেজ। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
মেহজাবিন ২ বছর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ম্যাজিক অব লাভ' নাটকে অভিনয় করেছিলেন।
Comments