৭ বছর পর বড় পর্দায় বর্ষা

দীর্ঘ ৭ বছর পর আসন্ন ঈদুল আজহায় 'দিন: দ্য ডে' সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা বর্ষা।
ইরানি পরিচালক মুর্তজা অতাশজমজম পরিচালিত সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে দেখা যাবে তাকে।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

বর্তমানে বর্ষা 'দিন: দ্য ডে' নিয়ে প্রচারণা করছেন। দেশের ১০০-র বেশি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
বর্ষা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেশ অনেক বছর পর সিনেমার পর্দায় দর্শকরা আমাদের দেখবেন। একেবারেই নতুন রূপে দেখা যাবে আমাকে। সিনেমাটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে।'

'সিনেমাটি ২ দেশের সংস্কৃতিকে এক করেছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'প্রায় সাড়ে ৩ বছর এই সিনেমার পেছনে শ্রম দিয়েছি। বিশেষ করে ইরানে শুটিং করাটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। তাদের ভাষার সঙ্গে ম্যাচ করতে হয়েছে। অনেক নিয়ম-কানুন মানতে হয়েছে।'
'আমরা সবসময়ই সামাজিক সিনেমা করি, যাতে পরিবারের সঙ্গে দেখা যায়। সিনেমাটি দর্শক পছন্দ করলেই আমাদের শ্রম সার্থক হবে,' যোগ করেন 'খোঁজ: দ্য সার্চ'-খ্যাত অভিনেত্রী।
Comments