৪ দেশে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

মুক্তির প্রথম সপ্তাহে দেশে রেকর্ড সৃষ্টি করেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো সিনেমা হাউজফুল যাচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে অগ্রিম টিকিটও। দেশে সফলতার পর ‘হাওয়া’ এখন দেশের বাইরে মুক্তির মিছিলে রয়েছে।
ছবি: সংগৃহীত

মুক্তির প্রথম সপ্তাহে দেশে রেকর্ড সৃষ্টি করেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমাটি। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো সিনেমা হাউজফুল যাচ্ছে। পাশাপাশি বিক্রি হচ্ছে অগ্রিম টিকিটও। দেশে সফলতার পর 'হাওয়া' এখন দেশের বাইরে মুক্তির মিছিলে রয়েছে।

৪টি দেশে মুক্তি পেতে যাচ্ছে 'হাওয়া'। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড জানিয়েছে এই তথ্য।

১৩ আগস্ট 'হাওয়া' মুক্তি পাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ ছাড়া ২ সেপ্টেম্বর মুক্তি পাবে আমেরিকা ও কানাডায়।

ছবি: সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশের বাইরে হাওয়া সিনেমা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

হাওয়া সিনেমার অন্যতম অভিনেতা চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেছেন, দেশের পাশাপাশি বিদেশে হাওয়া সিনেমা দর্শকদের ভালোবাসা অর্জন করুক, এটাই প্রত্যাশা করছি। সেই সঙ্গে বাংলাদেশের বাংলা সিনেমার জয় হোক।

'হাওয়া' সিনেমার নায়িকা নাজিফা তুষি বলেছেন, 'দেশের বাইরেও হাওয়া ঝড় উঠুক এবং সবার মন জয় করুক।'

 

Comments