নায়ক রাজের বাজিমাত এবং ঈদের আলোচিত ৫

শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

এবারের ঈদ-উল-আজহায় মুক্তি পেয়েছে বেশকিছু নতুন সিনেমা, গান, নাটক, ওয়েব সিরিজ। তবে এগুলোর মধ্যে দর্শকনন্দিত হয়েছে খুব কম সংখ্যক। 

ঈদে আলোচিত কিছু  সিনেমা, নাটক, ওয়েব সিরিজ ও গান নিয়ে দ্য ডেইলি স্টারের আজকের আয়োজন।  

ঢাকাই সিনেমার নতুন আলোচিত নায়ক শরিফুল রাজ। অভিনয় গুণে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত 'পরাণ' সিনেমা দিয়ে স্বমহিমায় জ্বলে উঠেছেন। আগামী দিনে ঢালিউডে রাজের রাজত্ব শুরু হবে— এমন প্রত্যাশা অনেকের।

‘পরাণ’ সিনেমার একটি দৃশ্যে বিদ্যা সিনহা মিমের সঙ্গে শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

'পরাণ' সিনেমা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য দর্শক এই নায়কের কথাই বেশি আলোচনা করছেন। দর্শক মেতেছেন তার অভিনয়ের জাদুতে।

টেলিভিশন নাটকের মধ্যে দর্শকের পছন্দের তালিকায় উঠে এসেছে 'ব্যাচেলর'স কোরবানি' নাটকটি। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। গত ১০ জুলাই মুক্তি পেয়ে এর ভিউ হয়েছে ৯৬ লাখেরও বেশি।

এই নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, পার্শা ইভানা, মুনিরা মিঠু, চাষী আলম।

‘ব্যাচেলর’স কোরবানি’। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে প্রকাশিত গানগুলোর মধ্যে মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমার 'সাদা সাদা কালা কালা' গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শেয়ার করেছেন গানটি। হাশিম মাহমুদের কথা ও সুরে  গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু।  

আফরান নিশো অভিনীত 'কাইজার' ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে  দর্শকরা বেশ পছন্দ করেছেন। তানিম নূর নির্মিত এ ওয়েব সিরিজে ভিডিও গেম আসক্ত, বদমেজাজী কাইজার চৌধুরীর চরিত্রে আফরান নিশোর অভিনয় সাদরে গ্রহণ করেছেন দর্শক।

আফরান নিশো অভিনীত ‘কাইজার’। ছবি: সংগৃহীত

এই সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীনসহ অনেকেই।

মোশাররফ করিম অভিনীত 'যমজ' নাটকের ১৫তম সিক্যুয়েলটি আলোচনায় রয়েছে। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম, রচনা করেছেন কচি খন্দকার।

মোশাররফ করিম অভিনীত ‘যমজ’। ছবি: সংগৃহীত

ইউটিউবে নাটকের ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখের বেশি মানুষ নাটকটি দেখেছেন। 

Comments

The Daily Star  | English
taka weakens against us dollar in Bangladesh

Currency paradox: Why is Bangladesh Bank buying dollars? 

Taka gains spark BB intervention, foiling further dollar decline

1h ago