নিষেধাজ্ঞা কাটিয়ে ভারত যাচ্ছেন ফেরদৌস

নিষেধাজ্ঞা কাটিয়ে ২ বছর পর আগামীকাল মঙ্গলবার ভারতে যাচ্ছেন অভিনেতা ফেরদৌস আহমেদ।
আজ সোমবার ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ভারতে প্রবেশে নিষেধাজ্ঞায় পড়েন ফেরদৌস। তার ভিসা বাতিল করা হয়। কয়েক মাস আগে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভিসা দেওয়া হয় তাকে। তবে এরপর শুটিংয়ের ব্যস্ততার কারণে আর ভারত যাওয়া হয়নি ফেরদৌসের। ২ বছর পর আগামীকাল ভারতে যাচ্ছেন তিনি।
ভারতের আগরতলায় আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে পারফর্ম করবেন ফেরদৌস। তিনি ছাড়াও সেখানে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এই প্রথমবার ভারতে যাচ্ছি। বিষয়টা আমার জন্য অনেক আনন্দের। দীর্ঘদিন সেখানকার বন্ধুদের সঙ্গে দেখা হয়নি। এই অনুভূতি আসলে বোঝাতে পারব না। ভারতে ৪ দিন থাকব। যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা।'
Comments