প্রতিদিনই আমার কাছে মা দিবস: দিলারা জামান

অভিনেত্রী দিলারা জামান। স্টার ফাইল ছবি

খ্যাতিমান অভিনয়শিল্পী দিলারা জামান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত। অভিনয়ক্ষেত্রে অনন্য অবদানের জন্য পেয়েছেন একুশে পদক। এখনও কাজ করে চলেছেন নিজের অঙ্গনে।

বিশ্ব মা দিবস উপলক্ষে আজ রোববার সকালে দিলারা জামান কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

ডেইলি স্টার: আজ বিশ্ব মা দিবস, এই দিনটিকে কীভাবে দেখেন?

দিলারা জামান: আমার কাছে প্রতিদিনই মা দিবস। প্রতিটি দিনকেই মা দিবস মনে করি আমি। মা দিবস বাঙালি কালচার নয়, বিদেশি কালচার। আমাদের কাছে, বাঙালিদের কাছে মা দিবস প্রতিদিন। আমরা মাকে ভীষণ ভালোবাসি। মাকে গভীরভাবে শ্রদ্ধা করি। মাকে ভালোবাসতে হয় প্রতিনিয়ত। মাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে হয় সবসময়। মা শব্দটি ছোট্ট, কিন্ত এর বিশালতা অনেক। আমি নিজে একজন মা, এটা আমার কাছে অনেক বড় বিষয়। আজকের দিনে চাইব, মাকে সব সময় সম্মান করা হোক।

ডেইলি স্টার: অসংখ্য নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন, বিষয়টি কেমন লাগে?

দিলারা জামান: একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে বড় প্রাপ্তি। অনেক শিল্পী আমাকে মা ডাকেন। পর্দার বাইরেও মা ডাকেন। চা দেয় যে ছেলেটি সেও আমাকে মা ডাকে। এর চাইতে বড় প্রাপ্তি আমার জীবনে আর কী হতে পারে? এই ভালোবাসা নিয়েই চলতে চাই। অনেকবছর ধরে নাটকে মায়ের চরিত্রে অভিনয় করছি। মায়ের চরিত্রে অভিনয় করে এক ধরনের সুখ পাই, শান্তি পাই। মায়ের চরিত্র আমাকে সবচেয়ে বেশি টানে। এটা তো শিল্পী হিসেবে পরম পাওয়া।

ডেইলি স্টার: কোনো অপ্রাপ্তি আছে কী?

দিলারা জামান: না। যতটুকু পেয়েছি তাতেই আমি খুশি। সৃষ্টিকর্তা যা দিয়েছেন আমি তৃপ্ত। অভিনয় করে এত মানুষের ভালোবাসা পেয়েছি এবং এখনো পাচ্ছি তাতেই আমার আনন্দ। একসময় শিক্ষকতা করেছি দীর্ঘ বছর। অনেক ছাত্র আমার। তাদের কাছ থেকে যে শ্রদ্ধা পাই সেটাও কম নয়? সব মিলিয়ে আমি খুশি।

ডেইলি স্টার: এখনো অভিনয়ে সরব আপনি!

দিলারা জামান: অভিনয় আমার কাছে ভীষণ ভালোবাসার জায়গা। শুটিংয়ে গেলে মনে হয় পরিবারের সদস্যদের সঙ্গে আছি। তাদের সান্নিধ্য আমাকে ভালো রাখে। এজন্য এখনও এই বয়সে এসেও অভিনয় আমাকে টানে। অভিনয় করতে চাই আরও। তবে, সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকতে পারি।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

4h ago