অরিজিৎ সিং ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল রায়।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেইজ থেকে নিজের করোনা শনাক্তের কথা জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

অরিজিৎ জানান, বর্তমানে তিনি ও তার স্ত্রী দুজনই কোয়ারেন্টিনে আছেন। তারা ভালো আছেন বলেও জানিয়েছেন অরিজিৎ।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

1h ago