করোনা আক্রান্ত বিটিএস সদস্য জিমিন, অ্যাপেন্ডিক্সে অস্ত্রোপচার

বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জিমিন করোনা আক্রান্ত হয়েছেন। অ্যাপেনডিসাইটিসের জন্য জরুরিভিত্তিতে অস্ত্রোপচারও করা হয়েছে তার।
দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় এ ব্যান্ডটির ব্যবস্থাপনা সংস্থা বিগহিট মিউজিক আজ সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে বিগহিট মিউজিক বলে, 'জিমিন ৩০ জানুয়ারি বিকেলে হঠাৎ পেটে ব্যথাসহ হালকা গলা ব্যাথা অনুভব করেন। তিনি পরীক্ষার জন্য হাসপাতালের ইমার্জেন্সিতে যান এবং পিসিআর পরীক্ষা করেন। তার তীব্র অ্যাপেনডিসাইটিস ধরা পড়ে। করোনাও পজিটিভ আসে। আজ ৩১ জানুয়ারি ভোরে চিকিৎসকের পরামর্শ অনুসারে তার অস্ত্রোপচার করা হয়েছে।'
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ২৬ বছর বয়সী জিমিন সেরে উঠছেন।
Comments