টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন গান

ক্রিকেট নিয়ে গান আগেও হয়েছে। এর মধ্যে কিছু গান শ্রোতাদের মনে গেঁথে রয়েছে। কণ্ঠশিল্পী আসিফ আকবরের কণ্ঠে 'বেশ বেশ সাবাস বাংলাদেশ', দূরবীন ব্যান্ডের 'জ্বলে উঠো বাংলাদেশ', ফুয়াদের 'চার ছক্কা হইহই', সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, শাকিলা জাফর ও শুভ্র দেবের কণ্ঠে 'গুডলাক বাংলাদেশ' গানগুলো অন্যতম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে সাহস-অনুপ্রেরণা দিতে এবারও লেখা হয়েছে বেশ কয়েকটি গান। সেসব গানের সংবাদ নিয়ে এই আয়োজন।
বাংলাদেশ ক্রিকেট টিমেকে শুভকামনা জানিয়ে 'ফোর্থ আম্পায়ার' নামের একটি গান গেয়েছেন ইমরান, কোনাল, রেহান রসুল ও অবন্তী সিঁথি। গানটির কথা লিখেছেন শাওন কৈরী এবং সুর ও সংগীতে রয়েছেন ইমন চৌধুরী।
'চার ছক্কা মারো' নামের একটি বিশেষ গান লেখা হয়েছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে। গানটির কথা হলো: 'দেখার মতো মারো, নিজের খাতায় যোগ করে নাও, দু'চারটে রান আরও, হাত খুলে মারো, চার ছক্কা মারো।' এতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, দিলশাদ নাহার কণা ও টিনা রাসেল। গীতিকার জুলফিকার রাসেলের কথায় গানটির সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন।
কণ্ঠশিল্পী সোহেল রাজ বাংলাদেশ ক্রিকেট টিমেকে শুভকামনা জানিয়ে তৈরি করেছেন একটি গান। এর ভিডিও পরিচালনা করেছেন '90s কিডস' টিম। গানটির কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ।
Comments