প্রধানমন্ত্রীর জন্মদিনে কয়েকটি নতুন গান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে কয়েকটি নতুন গান লেখা হয়েছে। গানগুলো বেতার ও টেলিভিশনে প্রচারিত হবে। পাশাপাশি অনলাইনে পাওয়া যাবে গানগুলো।
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীত পরিচালক সুজেয় শ্যাম ৫টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। গানগুলো প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলাদেশ বেতারে দিনব্যাপী প্রচারিত হবে।
বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের পক্ষ থেকে শিল্পী নির্বাচনের পর গানগুলো গেয়েছেন ইউসুফ আহমেদ খান (দুঃস্বপ্নের ঘোর কেটে), নিশীতা বড়ুয়া-সাব্বির জামান (বাংলার ঘরে ঘরে পথ ঘাট প্রান্তরে), প্রিয়াংকা (বাবা বেঁচে থাকলে), দিনাত জাহান মুন্নী-হৈমন্তী রক্ষিত (আপনও মহিমাতে তবুও বাংলাদেশ) ও কামাল আহমেদ (বঙ্গবন্ধু বঙ্গমাতা বঙ্গকন্যা তুমি)।
দেশের স্বনামধন্য ৩ কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম ও ফাহমিদা নবীর কণ্ঠে 'শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন' শিরোনামের একটি গান ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির গীতিকার ও সুরকার বায়েজীদ খুরশীদ রিয়াজ।
সেরাকণ্ঠ জয়ী কণ্ঠশিল্পী ঝিলিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে 'শুভ জন্মদিন' শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশ করেছেন। এর সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। গানের কথা লিখেছেন জামাল হোসেন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে কবি মাসুদ পথিকের কথা ও সুরে এবং আননান খানের কণ্ঠে একটি গান অনলাইনে প্রকাশিত হয়েছে।
আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান। সেখানে নতুন প্রধানমন্ত্রীর জন্মদিনের গান গাইবেন কোনাল, মুন্নীসহ অনেকেই।
Comments