শাবনাজ-নাঈমের মেয়ে মাহাদিয়ার নতুন গান

ঢালিউডের একসময়ের জনপ্রিয় তারকা নাইম–শাবনাজের দুই মেয়ে অভিনয়ে না এলেও গানের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন।
আজ বুধবার সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হয়েছে এই তারকা দম্পতির ছোট মেয়ে মাহাদিয়া নাঈমের নতুন একটি মৌলিক গান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাবনাজ-নাঈম দম্পতির বড় মেয়ে নামিরা।
'দিন গুনে' শিরোনামে গানটি পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান। এছাড়া গানের কথা লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন।
মেয়ের গানের বিষয়ে শাবনাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার দুই মেয়ে পড়ালেখা করছে দেশের বাইরে। ছুটিতে দেশে এসেছে। একটু অবসর পেয়ে নতুন গান
করেছে। ৩ বছর আগেই গানে অভিষেক হয়েছে আমার মেয়ের।'
মাহাদিয়া গজল, নজরুল সংগীত ও শাস্ত্রীয় সংগীতের ওপর তালিম নিয়েছেন বলে জানান তিনি।
মাহাদিয়া বলেন, 'ছোটবেলা থেকেই গান ভালোবাসি এবং গান শেখেছি। গান নিয়ে ভালো কিছু পরিকল্পনা আছে আমার।'
Comments