বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৪১ বছর পূর্তি

বাংলাদেশের নাট্যদলগুলোর কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আজ সোমবার এই সংগঠন পা দিলো ৪১ বছরে।
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাট্যদলগুলোর কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আজ সোমবার এই সংগঠন পা দিলো ৪১ বছরে।

১৯৮০ সালের ২৯ নভেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠন।

ফেডারেশনের পথচলার ৪১ বছর পূর্তি উপলক্ষে আজ বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছে এক অনুষ্ঠানমালার।

এবারের অনুষ্ঠানের মূল বিষয়, 'বাংলাদেশে গ্রুপ থিয়েটার চর্চার ৫০ বছর'।

আজকের অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখবেন নাট্যজন মামুনুর রশীদ। আরও বক্তব্য রাখবেন, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান ও নাসির উদ্দিন ইউসুফ।

আলোচনা অনুষ্ঠান শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান মহাসচিব কামাল বায়েজিদ আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশে গ্রুপ থিয়েটার চর্চা ৫০ বছরে পা দিয়েছে এবং ফেডারেশনের আজ ৪১ বছর। আমাদের নাটকের ইতিহাসে এটি একটি বড় অর্জন। দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা আজকের আয়োজনটি করছি।'

রামেন্দু মজুমদার বলেন, '৪১ বছরে আমাদের সফলতা এবং ব্যর্থতা দুটোই আছে। কিন্তু আমি মনে করি সফলতার দিকে পাল্লাটা ভারী। ৪১ বছরে আমরা অনেক দূর এগিয়েছি। মঞ্চ নাটকের এটাই সফলতা।'

মামুনুর রশীদ বলেন, 'স্বাধীনতার পর সদ্য স্বাধীন দেশে আমরা কয়েকজন তরুণ অন্যকিছু না করে শুধু নাটককে আঁকড়ে ধরে কাজ করেছি। ফেডারেশনের চেয়ারম্যান থাকাকালে চেষ্টা করেছি ভালো কিছু করতে।'

নাসির উদ্দিন ইউসুফ বলেন, 'বাংলাদেশের মঞ্চ নাটক অনেক সমৃদ্ধ। আমাদের চেষ্টার ফসল এটি। আবার ফেডারেশনও এখানে বড় একটা ভূমিকা রাখছে। ফেডারেশনের চেয়ারম্যান আমিও ছিলাম। সংগঠনটির ৪১ বছরে সতীর্থদের জন্য ভালোবাসা।'

বর্তমানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংখ্যা ৩৪৬ জন।

Comments

The Daily Star  | English

Chattogram shoe factory fire under control

A fire that broke out at a shoe accessories manufacturing factory on Bayezid Bostami Road in Chattogram city this afternoon was brought under control after two hours.

2h ago