মা চাইলেও বাবা চাইতেন না অভিনয় করি: ইয়াশ রোহান

চলচ্চিত্র জগতে ইয়াশ রোহানের অভিষেক গিয়াস উদ্দিন সেলিমের 'স্বপ্নজাল' সিনেমা দিয়ে। বিদ্যা সিনহা মিমের বিপরীতে তার পরের সিনেমাটি মুক্তির অপেক্ষায়। 'দেশান্তর' নামে ইয়াশ রোহানের আরও একটি সিনেমা মুক্তি পাবে এ বছর। সম্প্রতি নুসরাত ফারিয়ার বিপরীতে একটি ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন ইয়াশ রোহান। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তরুণ এ অভিনেতার।
নিজের ব্যস্ততা, ভবিষ্যত পরিকল্পনা, পরিবারসহ নানা বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন ইয়াশ রোহান।
ক্যারিয়ারের শুরুতেই মনপুরাখ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় অভিনয় করেছেন। বিষয়টি কীভাবে দেখেন?
ইয়াশ রোহান: খুবই ভালোভাবে দেখি। আমার প্রথম সিনেমা স্বপ্নজাল। নায়িকা ছিলেন পরীমনি। অসম্ভব সুন্দর একটি প্রেমের একটি সিনেমা। এই সিনেমার গান, গল্প ভীষণ সুন্দর। এখনো গানগুলো নানা জায়গায় শোনা যায়। স্বপ্নজাল আমার জন্য বিরাট একটা ব্রেক ছিল। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম আমার মেন্টর। তার কাছে আমি কৃতজ্ঞ।
আপনার বাবা নরেশ ভুঁইয়া ও মা শিল্পী সরকার অপু ২ জনই অভিনয় জগতের মানুষ। তারা কতটা সমর্থন দিচ্ছেন?
ইয়াশ রোহান: প্রথম দিকে বাবা চাইতেন না অভিনয় করি। মা চাইতেন অবশ্য। তারপর একটা সিনেমা করলাম। এখন আর বাবা কিছু বলেন না। আমি বুঝতে পারি, বাবা এনজয় করেন। এটা আমাকে আনন্দ দেয়। কাজ করতে অনুপ্রেরণা জোগায়।

অভিনেতা হিসেবে নিজেকে কোন অবস্থানে দেখতে চান?
ইয়াশ রোহান: নিজেকে ভালো গল্পে দেখতে চাই। নাটক, সিনেমা, ওটিটি কোনো বিষয় না। সব মাধ্যমে কাজ করতে চাই এবং ভালো গল্পের সঙ্গে থাকতে চাই। অভিনেতা হব কখনো ভাবিনি। আমি পড়ালেখা করেছি ইঞ্জিনিয়ারিং নিয়ে। ইচ্ছে ছিল সেটি নিয়েই কিছু করব। কিন্তু হয়ে গেলাম অভিনেতা। এখানেই ভালো করতে চাই।
ওটিটি প্ল্যাটফর্মকে কীভাবে দেখেন? সেখানে ব্যস্ততা কেমন?
ইয়াশ রোহান: ওটিটিকে খুব ভালো চোখে দেখি। ওটিটিতে ভালো ভালো কাজ করার সুযোগ হচ্ছে পরিচালক ও শিল্পীদের। সম্প্রতি কুহেলিকা নামে একটি ওয়েব সিরিজ করলাম। এটা জি ফাইভের। নেটওয়ার্কের বাইরে করেছিলাম। খুব আলোচিত হয়েছে। নতুন বছরে চুক্তিবদ্ধ হয়েছি পর্দার আড়ালে নামের একটি ওয়েব ফিল্মে। এটি পরিচালনা করবেন পারভেজ আমিন। আমার বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।
Comments