আজ রাতে ‘রঙের দুনিয়া’ নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

মিউজিক ভিডিওর একটি দৃশ্যে ড. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

ড. মাহফুজুর রহমান একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে আজ রোববার রাতে হাজির হবেন দর্শকদের সামনে।

আজ রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় তার একক সঙ্গীতানুষ্ঠান 'রঙের দুনিয়া' প্রচারিত হবে।

মিউজিক ভিডিওর একটি দৃশ্যে ড. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

ড. মাহফুজুর রহমান ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান করে আসছেন। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান।

গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান।

মিউজিক ভিডিওর একটি দৃশ্যে ড. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

গানের কথাগুলো হলো—তোমার ওই চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য আমি।

এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

Comments