করোনায় আক্রান্ত বিটিএসের আরও ২ সদস্য

বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা বিগ হিট মিউজিক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কনসার্ট শেষে দক্ষিণ কোরিয়ায় ফেরার পর শনিবার কে-পপ গ্রুপ বিটিএসের আরও দুই সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে এই ব্যান্ডের ৩ জনের করোনা শনাক্ত হলো।
কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি: রয়টার্স

বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা বিগ হিট মিউজিক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কনসার্ট শেষে দক্ষিণ কোরিয়ায় ফেরার পর শনিবার কে-পপ গ্রুপ বিটিএসের আরও দুই সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে এই ব্যান্ডের ৩ জনের করোনা শনাক্ত হলো।

আজ রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনা পজিটিভ হওয়া ৩ জন হলেন- ২৭ বছর বয়সী র‌্যাপার আরএম, ২৯ বছর বয়সী কণ্ঠশিল্পী জিন এবং গীতিকার ও র‌্যাপার সুগা। সুগা পজিটিভ হওয়ার একদিন পর বাকি দু'জনের করোনা শনাক্ত হলো।

বিগ হিট মিউজিক জানিয়েছে, ৩ জনই আগস্টে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন।

২০১৩ সালে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বব্যাপী কে-পপ উন্মাদনার নেতৃত্ব দিচ্ছে বিটিএস। ২০১৯ সালের পর এটিই ছিলো যুক্তরাষ্ট্রে বিটিএসের প্রথম কনসার্ট। এই সময়ে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা ভ্রমণ করেছে।

আরএমের প্রকৃত নাম কিম নাম-জুন, এবং জিনের প্রকৃত নাম কিম সিওক-জি। চলতি মাসে শুরুতে দক্ষিণ কোরিয়ায় ফেরার পর নেগেটিভ শনাক্ত হয়েছিলেন।

বিগ হিট মিউজিক জানিয়েছে, আরএম বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ দিকে পজিটিভ শনাক্ত হলেন। তার শরীরে কোনো নেই। অন্যদিকে জিন দ্বিতীয়বার নেগেটিভ শনাক্ত হন। কিন্তু, তার করোনার উপসর্গ দেখা দিলে পুনরায় নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন।

সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় ফেরার পর জিন বা আরএম দলের অন্য সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

Comments