কে-পপ ব্যান্ড আইকনের ৩ সদস্য করোনায় আক্রান্ত

কে-পপ বয় ব্যান্ড আইকনের ৩ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তাদের সংস্থা ওয়াইজি এন্টারটেইনমেন্ট।
দ্য কোরিয়া ওয়ার্ল্ডের মতে, কিম জিন-হুয়ান, সং ইউন-হিউং এবং কিম ডং-হিউকের ঠাণ্ডাজনিত উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই ব্যান্ডের অন্য ৩ সদস্য ববি, কু জুন-নিড়ানি এবং জুং চ্যান-উ নেগেটিভ শনাক্ত হয়েছেন।
ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আমরা স্বাস্থ্য কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করব এবং করোনার সংক্রমণ রোধে সব ধরনের ব্যবস্থা নেব। আমরা আমাদের শিল্পীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করব।
Comments