চোখের জলে বাপ্পি লাহিড়ীকে শেষ বিদায়

ভালোবাসা আর শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন ভারতীয় কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী।
আজ বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
৬৯ বছর বয়সে গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুম্বাইয়ের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। তার ছেলে বাপ্পা যুক্তরাষ্ট্র থেকে আজ বৃহস্পতিবার ভোরে ভারতে পৌঁছান।
ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বাপ্পি লাহিড়ীকে বিদায় জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা বালান, শক্তি কাপুর, অলগা ইয়াগমিন, রুপালি গাঙ্গুলি, ভূষণ কুমার, মিকা সিং ও উদিত নারায়ণ প্রমুখ। সবাই ছিলেন অশ্রুসিক্ত।
কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী রেখে গেছেন তার অসংখ্য অমর সৃষ্টি। সেসব কালজয়ী গান দিয়ে তিনি অমর হয়ে থাকবেন শ্রোতাদের মাঝে। ১৯৭৫ সালে হিন্দি সিনেমা 'জখমি' দিয়ে তার গানের ক্যারিয়ার শুরু। আশির দশকে হিন্দি সিনেমার জনপ্রিয় নাম হয়ে ওঠেন তিনি। ভারতীয় সংগীতের ডিস্কো কিং বলা হয় তাকে।
তিনি বলিউডের 'ডিস্কো ডান্সার', 'ডান্স ডান্স', 'হিম্মতওয়ালা', 'চলতে চলতে', 'শারাবি', 'সত্যমেব জয়তে', 'কম্যান্ডো' ও 'শোলা অউর শবনম' সিনেমায় সুর করেছেন এবং গেয়েছেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- গোরি হ্যায় কলাইয়াঁ, ডিস্কো ডান্সার, ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার, প্যায়্যার কভি কম নেহি করনা, তম্মা তম্মা, উ লা লা এবং তুনে মারি এন্ট্রিয়াঁ ইত্যাদি।
বাপ্পি লাহিড়ী বাংলা সিনেমা 'অমর সঙ্গী', 'আশা ও ভালোবাসা', 'আমার তুমি', 'অমর প্রেম'সহ একাধিক সিনেমায় সুর দিয়েছেন এবং গেয়েছেন। বাংলা গানের মধ্যে আশা ও ভালবাসা, আমার তুমি, অমর প্রেম, বালিতে তোমার নাম, তুমি আমার নয়ন গো, তুমি আমার সোনা গো এবং মঙ্গল দ্বীপ জ্বেলে ও একটাই কথা আছে উল্লেখযোগ্য।
Comments