চৌধুরীপাড়ার লাল ভাই শায়িত হবেন সেখানেই
একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের ঢাকার জীবনের শুরুটা হয়েছিল খিলগাঁও চৌধুরীপাড়ায়। তারুণ্যের দিনগুলো সেখানেই কাটিয়েছেন প্রখ্যাত এই শিল্পী।
চৌধুরীপাড়ার সবাই বরেণ্য এই শিল্পীকে লাল ভাই নামে ডাকতেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী খিলগাঁওয়ের তালতলা কবরস্থানেই তাকে দাফন করা হবে।
ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বছর আমার শ্বশুর মারা যাওয়ার পর তাকে তালতলা কবরস্থানে দাফন করা হয়। তাকে দাফন করতে গিয়ে বাবা বলেছিলেন, তাকে যেন এখানেই দাফন করা হয়। বাবা তার যৌবনের শুরুর দিনগুলো এখানেই কাটিয়েছেন। সবাই বাবাকে লাল ভাই নামে ডাকতেন।'
তিনি আরও বলেন, 'আজ শনিবার সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।'
এরপর দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য।
খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে আজ বাদ যোহর তাকে দাফন করা হবে।
Comments