জিৎ গাঙ্গুলী করোনায় আক্রান্ত 

জিৎ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

শনিবার জিৎ টুইট করে এসব জানিয়েছেন।

তিনি টুইট করেন, 'আমি কোভিডে আক্রান্ত হয়েছি। আমার শরীরে হালকা উপসর্গ আছে। আমি আপাতত ভালো আছি। বর্তমানে আইসোলেশনে আছি। চিকিৎসকদের পরামর্শ মতো চলছি। গত কয়েক দিনে আমার সঙ্গে যাদের দেখা হয়েছে সবাইকে করোনা পরীক্ষার অনুরোধ জানাচ্ছি।'

Comments