দীর্ঘদিন পর সিনেমার গানে হাবিব

দীর্ঘদিন পর সিনেমার গানে ফিরলেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। এসএ হক অলিক পরিচালিত 'গলুই' সিনেমার জন্য একটি গানটি গেয়েছেন তিনি।
গানটিতে হাবিবের সঙ্গে দ্বৈতকণ্ঠ আছেন জেরিন। গানটির কথা লিখেছেন সোহেল আরমান। গানের কথা হলো- 'গলুই যেমন নদীর বুকে জলের পথ আঁকে, তেমনি আমি পাশে রবো তোমার প্রেমের ডাকে।'

সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু দ্য ডেইলি স্টারকে বলেন, ''গলুই' সিনেমার টাইটেল গানের জন্য এমন একটি গানের প্রয়োজন ছিল। রোমান্টিক ধাঁচের এই গানটি শ্রোতাদের পছন্দ হবে বলে আশা করছি। সিনেমার কোনো বিষয়ে আমরা কোনো ছাড় দিচ্ছি না। যার গান লাগবে তাকে দিয়েই গানে করানো হচ্ছ। এই সিনেমার আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ।'
আগামীকাল ২৩ সেপ্টেম্বর থেকে জামালপুরে 'গলুই' সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের এই সিনেমায় অভিনয় করেছেন- শাকিব খান, পূজা চেরি, সুচরিতা, আলীরাজ এবং আজিজুল হাকিম।
Comments