পূজার গানে স্পর্শিয়া

দুর্গাপূজার একটি গান প্রথমবারের মতো গাইলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। 'আসছে মা দুর্গা' শিরোনামের গানটির কথা সুর ও সংগীত পরিচালনা করেছেন লিংকন।
চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের পরিচালনায় গানটির মডেল হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও সুস্মিত।
কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'পূজা নিয়ে প্রথমবার গান করেছি। এর আগে এমন আয়োজন করে গান করা হয়নি। মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। গানটি নিয়ে ভীষণ এক্সাইটেড হয়ে আছি। প্রকাশ হওয়ার পর সবার মতামতের অপেক্ষায় আছি।'
অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমা নির্মাণের বাইরে গিয়ে মাঝে মাঝে অন্যরকম কাজ করতে ইচ্ছা করে। এমন একটা ইচ্ছা থেকে পূজার একটা গান করেছি। আশা করি গানটা দর্শক শ্রোতাদের ভালো লাগবে।'
গানটি আগামী কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে।
Comments