প্রকাশের অপেক্ষায় বিটিএস অনুপ্রাণিত ওয়েবটুন

কে-পপ সুপারব্যান্ড বিটিএস অনুপ্রাণিত একটি নতুন ফ্যান্টাসি ওয়েবটুন এবং ওয়েব উপন্যাস চলতি সপ্তাহের শেষের দিকে প্রকাশিত হবে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাইবে বলেছে, এর মূল গল্প '৭ ফেটস: চাখো' শনিবার থেকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ পোর্টাল অপারেটর পরিচালিত ওয়েবভিত্তিক কমিকসের অনলাইন প্ল্যাটফর্ম নাভার ওয়েবটুনে পাওয়া যাবে।
'৭ ফেটস' জোসন রাজবংশের সময় একটি বাঘ শিকারী বাহিনীর গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। এটি বিটিএসের প্রত্যেক সদস্যের উপর ভিত্তি করে সাত জনের গল্প। যারা একসঙ্গে কাজ করে এবং সব সমস্যা কাটিয়ে একটি দল হিসেবে গড়ে ওঠে।
এটি নাভার করপোশনের সহযোগিতায় হাইবের প্রথম বিটিএস-থিমযুক্ত গল্প। যা বিটিএস শিল্পীদের বৈশিষ্ট্যকে মূল বিষয়বস্তু করে ওয়েব-ভিত্তিক কমিকস, উপন্যাস এবং গেমিংয়ে তাদের ব্যবসা সম্প্রসারণের কৌশলের অংশ।
সংস্থাটি জানিয়েছে, ওয়েবটুন এবং উপন্যাস ১০টি ভাষায় পড়া যাবে এবং সাপ্তাহিকভাবে প্রকাশ করা হবে।
Comments