বাপ্পী লাহিড়ীর কালজয়ী গান

বাপ্পী লাহিড়ী। ছবি: সংগৃহীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী আজ মৃত্যুবরণ করেছেন, কিন্তু রেখে গেছেন তার অমর সৃষ্টি।

তার কালজয়ী গান দিয়ে তিনি অমর হয়ে থাকবেন শ্রোতাদের মাঝে। ১৯৭৫ সালে হিন্দি সিনেমা 'জখমি' দিয়ে তার গানের ক্যারিয়ার শুরু। আশির দশকে হিন্দি সিনেমার জনপ্রিয় নাম হয়ে ওঠেন তিনি। ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং বলা হয় তাকে।

তিনি বলিউডেরে 'ডিস্কো ডান্সার', 'ডান্স ডান্স', 'হিম্মতওয়ালা', 'চলতে চলতে', 'শারাবি', 'সত্যমেব জয়তে', 'কম্যান্ডো', 'শোলা অউর শবনম' সিনেমায় সুর করেছেন এবং গেয়েছেন।

তার উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- গোরি হ্যায় কলাইয়াঁ, ডিস্কো ডান্সার, ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার, প্যায়্যার কভি কম নেহি করনা, তম্মা তম্মা, উ লা লা, তুনে মারি এন্ট্রিয়াঁ।

বাপ্পী লাহিড়ী বাংলা সিনেমায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেমসহ একাধিক সিনেমাতে সুর দিয়েছেন গেয়েছেন। বাংলা গানের মধ্যে আশা ও ভালবাসা, আমার তুমি, অমর প্রেম, বালিতে তোমার নাম, তুমি আমার নয়ন গো, তুমি আমার সোনা গো, মঙ্গল দ্বীপ জ্বেলে উল্লেখযোগ্য।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

13h ago