সংগীত

বিটিএসের ১০ লাখ কপি অ্যালবাম বিক্রি

কে-পপ ব্যান্ড বিটিএসের অ্যালবামের জাপানি সংকলন ১০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে। ২০০৫ সালের পর দক্ষিণ কোরিয়ার প্রথম কোনো পপ ব্যান্ড এই কৃতিত্ব অর্জন করেছে।
ছবি: সংগৃহীত

কে-পপ ব্যান্ড বিটিএসের অ্যালবামের জাপানি সংকলন ১০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে। ২০০৫ সালের পর দক্ষিণ কোরিয়ার প্রথম কোনো পপ ব্যান্ড এই কৃতিত্ব অর্জন করেছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি সঙ্গীত বাজার বিষয়ক ট্র্যাকার অরিকনের তথ্য অনুযায়ী, 'বিটিএস, দ্য বেস্ট' অ্যালবামটি গত ২৭ ডিসেম্বর থেকে এক সপ্তাহে ৩ হাজার কপি বিক্রিসহ মোট ১০ লাখ ২ হাজার কপি বিক্রি হয়েছে।

গত বছরের ১৬ জুন 'বিটিএস, দ্য বেস্ট' অ্যালবামটি জাপানে প্রকাশিত হয়। এটি ছিলো গত চার বছর ধরে প্রকাশিত অ্যালবামের একক এবং যৌথ গানের সংকলন। এতে ২৩টি গান আছে। যার মধ্যে আছে বিটিএসের মূল জাপানি গান 'ফিল্ম আউট' ও 'ইয়োর আইজ টেল' এবং তাদের হিট গানের জাপানি সংস্করণ।

সংকলন অ্যালবামটি মুক্তির প্রথম সপ্তাহে ৭ লাখ ৮২ হাজার কপি বিক্রির মাধ্যমে বিটিএস অরিকন সাপ্তাহিক অ্যালবাম চার্টের শীর্ষে চলে আসে। যা ছিলো জাপানে যে কোনো বিদেশি পুরুষ শিল্পীদের প্রথম সপ্তাহের সর্বোচ্চ বিক্রির রেকর্ড।

গত মাসে, বিটিএস প্রথম বিদেশি ব্যান্ড হিসেবে জাপানে একটি নতুন রেকর্ড করেছিল। গত বছর ব্যান্ডটির ৯ লাখ ৯৩ হাজার কপি অ্যালবাম বিক্রি হওয়ায় অরিকনের বছর শেষের চার্টের শীর্ষ স্থান দখল করেছিল।

Comments

The Daily Star  | English

The invisible ones

Of the over 7 crore people employed in Bangladesh, 85 percent (nearly 6 crore) are vulnerable as they work in the informal sector, which lacks basic social and legal protection, and employment benefits.

12h ago