‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
আশনা হাবিব ভাবনা অভিনীত প্রথম সিনেমা ভয়ংকর সুন্দরের 'ফিরব না আর বাড়ি' গানে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ। এবার ভাবনা অভিনীত 'দামপাড়া' সিনেমার আরেকটি গানে কণ্ঠ দিলেন এই কণ্ঠশিল্পী।
গানটির সুর করেছেন ইমন চৌধুরী এবং লিখেছেন আনন জামান।
'দামপাড়া' সিনেমায় নায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান এবং পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।
ভাবনা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গানটি শুনে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। গানটির কথা ও সুরে মোহিত হয়ে যাচ্ছিলাম। সিনেমার শুটিংয়ের আগে গানের রেকর্ডিংয়ে ছিলাম। গানটির আবেগের সঙ্গে মিশে গেছি। কিছুদিন পর গানটার যখন শুটিং হবে, আশা করছি আমার এই অভিজ্ঞতা সেখানে কাজে লাগাতে পারবো।'
তিনি আরও বলেন, 'মমতাজ আপা আমার জন্য অনেক লাকি। আমার প্রথম সিনেমায় তার মায়াময় এবং শক্তিশালী গায়কীতে মুগ্ধ ছিলাম। এবারও তার ব্যতিক্রম হয়নি।'
Comments