ভালো আছেন করোনা আক্রান্ত বিটিএসের সুগা

কে-পপ ব্যান্ড বিটিএসের করোনা আক্রান্ত সদস্য সুগা ভক্তদের আশ্বস্ত করেছেন যে, তিনি এখন ভালো আছেন।
ভক্তদের উদ্দেশ্যে উইভার্সে সুগা লিখেছেন, 'আমি একদম ঠিক আছি! আমাকে নিয়ে চিন্তা করবেন না। উইভার্স হলো শিল্পী ও ভক্তদের যোগাযোগের একটি প্ল্যাটফর্ম।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুগা গত ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে কোরিয়ায় ফিরে আসেন এবং ১০ দিনের স্বেচ্ছায় কোয়ারেন্টিন শুরু করেন। কিন্তু, নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া, এই ব্যান্ডের আর ২ সদস্য আরএম এবং জিনেরও করোনা শনাক্ত হয়েছে।
তাদের ৩ জনই আলাদা আলাদা ফ্লাইটে কোরিয়ায় ফেরেন এবং গত আগস্টে তারা টিকা নিয়েছিলেন। নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে যান। এখন তারা দীর্ঘ বিরতিতে আছেন। এই সময়ে কেউ নিজেদের সঙ্গে যোগাযোগ করেননি।
Comments