যে কারণে বিটিএস সদস্য জিমিনের অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়

কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জিমিন স্বাস্থ্য বীমার প্রিমিয়াম পরিশোধ না করায় তার অ্যাপার্টমেন্ট সাময়িকভাবে জব্দ করা হয়। গত ২৪ এপ্রিল কোরিয়ান সংবাদমাধ্যম বিজ হানকুকের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৫ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস জিমিনের অ্যাপার্টমেন্টটি সাময়িকভাবে জব্দ করেছিল। কারণ এই কণ্ঠশিল্পী তার স্বাস্থ্য বীমা প্রিমিয়াম পরিশোধ করেননি।
বিজ হানকুকের প্রতিবেদন অনুযায়ী, জিমিন গত বছরের মে'তে অ্যাপার্টমেন্টটি ৫.৯ বিলিয়ন কোরিয়ান ওয়ান দিয়ে কেনেন।
প্রতিবেদন অনুযায়ী, জিমিনের অ্যাপার্টমেন্ট সাময়িকভাবে জব্দ করার সময় তার নিবন্ধিত মেইলে এ বিষয়ে ৪টি নোটিশ পাঠানো হয়। পরে, তিনি অতিরিক্ত স্বাস্থ্য বীমা প্রিমিয়াম পরিশোধ করলে ২২ এপ্রিল জব্দ তুলে নেওয়া হয়। কে-পপের এজেন্সি প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, এটি তাদের ভুল ছিল।
বিগ হিটের বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে প্রতিষ্ঠানটি যেসব মেইল পেয়েছিল তা ভুলবশত বাদ পড়ে যায়। গত বছরের শেষের দিকে জিমিনের বিদেশে সফর, তার বিশ্রাম সময় বৃদ্ধি ইত্যাদি কারণে প্রিমিয়াম বকেয়া হওয়ার মতো বিষয়টি তিনি জানতেন না। পরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুরো বকেয়া পরিশোধ করেছেন এবং বিষয়টি সমাধান হয়েছে। আমাদের কোম্পানির অবহেলার কারণে তিনি এবং তার ভক্তদের উদ্বেগের জন্য ক্ষমাপ্রার্থী।
Comments