সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

প্রখ্যাত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নব্বই বছর বয়সী সংগীত শিল্পীর শ্বাসকষ্ট হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের সূত্র দ্য টেলিগ্রাফকে জানান, তার উভয় ফুসফুস সংক্রমিত হয়েছে। তিনি গতকাল বাথরুমে পড়ে গিয়েছিলেন। তার গায়ে জ্বরও ছিল। উডবার্ন ব্লকে তার চিকিৎসা চলছে।
সন্ধ্যা মুখোপাধ্যায়, যার কণ্ঠ প্রজন্ম থেকে প্রজন্মে সংগীত প্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। সংগীতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া 'বঙ্গ বিভূষণ' পুরস্কার।
বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তার গাওয়া গান এখনও মানুষের মুখে মুখে ফেরে। গান গেয়েছেন এসডি বর্মন, মদন মোহন, নৌশাদ আলী, অনিল বিশ্বাস এবং সলীল চৌধুরীর মতো সর্বকালের শীর্ষস্থানীয় সংগীত পরিচালকদের সঙ্গে।
কয়েকদিন আগে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারের প্রস্তাব ফিরিয়ে দেন কিংবদন্তী এই সংগীত শিল্পী।
Comments