স্মৃতিকথা কত পর্বে শেষ হবে জানি না: কবীর সুমন

খ্যাতিমান গায়ক, গীতিকার, সুরকার কবীর সুমন নিজের গানের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু বই লিখেছেন। এবার তিনি নিজের স্মৃতিকথা সংরক্ষণ করবেন। এর জন্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ইউটিউবকে।
আজ বুধবার থেকেই রেকর্ডিং শুরু করে প্রথম পর্ব ইউটিউবে প্রকাশও করেছেন।
মুঠোফোনে আজ কবীর সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ থেকে প্রকাশ শুরু হয়ে গেছে "বেজে ওঠা স্মৃতি"র প্রকাশ। ঠিক কত পর্বে শেষ হবে জানি না। যতদিন আমার জীবনের কথা থাকবে, ততদিন চলবে। আজকের পর্বে আছে আমার নামের ইতিহাস। মায়ের মুখে শোনা প্রথম গানের কথা বলেছি। এইভাবেই বলে যাব আমার কথাগুলো।'
এর আগে আজ সকালে তিনি ফেসবুকে লিখেছেন, 'আজই শুরু করছি রেকর্ডিং। ভিডিও নয়, খুব বড় ফাইল হয়ে যাবে। অডিও ফাইল বানাচ্ছি। সিরিজের নাম "বেজে ওঠা স্মৃতি"। যখন যা যেভাবে মনে পড়বে বলে যাব। কালানুক্রম থাকবে এমন কথা দিচ্ছি না।'
Comments