হাসপাতালে কণ্ঠশিল্পী পলাশ

কণ্ঠশিল্পী পলাশ। ছবি: সংগৃহীত

নব্বই দশকের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পলাশ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি হন।

কণ্ঠশিল্পীর ভাই আলী আহসান বকুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'পলাশ এখন কিছুটা সুস্থ আছেন। তার হার্টে ৯৯ শতাংশ ব্লক ধরা পড়েছে। তাকে একটা রিং পরানো হয়েছে গতকাল। এখন সে হাসপাতালের সিসিউতে আছে। আজ বিকালের পর তাকে কেবিনে নেওয়া হবে।'

পলাশ ২০১২ সালে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে- মা তুমি আমার আগে যেও না গো মরে, ও প্রিয়জন, কী এমন ছিল প্রয়োজন, মানুষ বড় স্বার্থপর।

নব্বইয়ের দশকে 'অরবিট' নামের একটি ব্যান্ডদল গড়েন তিনি। তার প্রকাশিত প্রথম একক অ্যালবাম 'প্রেমের ঠিকানা'। সর্বমোট  ৩৮টি একক অ্যালবাম ছাড়াও অনেক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Pakistan PM Shehbaz Sharif starts emergency security meeting

26 killed in Pakistan, 8 killed in Indian Kashmir in shelling from both sides

7h ago