১২ বছর আগে প্রতিযোগী পড়শী এখন বিচারক

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হতে যাচ্ছে তরুণদের সংগীত বিষয়ক রিয়েলিটি শো 'ইয়াং স্টার'। এই আয়োজনে বিচারক হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী পড়শী।
১২ বছর আগে রিয়েলিটি শো 'খুদে গানরাজ' আলোচনায় আসেন পড়শী।
বিচারক হওয়ার বিষয়ে পড়শী বলেন, '১২ বছর আগে আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে এসেছি। সেই আমি এবার বিচারকের আসনে বসবো। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটি ঘটনা।'
তিনি আরও বলেন, 'আমাকে একদিন কুমার বিশ্বজিত স্যার বলেছিলেন "তুইও একদিন বিচারক হবি"। স্যারের কথা সত্যি হতে যাচ্ছে।'
'গলা ছেড়ে গাও' স্লোগানে এই রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। ১২ থেকে ২২ বছর বয়সীরা এতে অংশ নিতে পারবেন।
Comments