৫ বছর পর তৌসিফের নতুন গান
দীর্ঘ ৫ বছর পর শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফের নতুন গান আসছে। 'ভালোবাসো কিনা' শিরোনামের গানটি ঈদে শুনতে পারবেন শ্রোতারা।
দীর্ঘ বিরতি ভেঙে গানে ফেরার প্রসঙ্গে তৌসিফ বলেন, 'ভাইরাল গানের অস্থিরতায় নিজে একটু দম নিচ্ছিলাম। এর মাঝে ভালো গান শ্রোতারা শুনবে কিনা সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ্ব ছিল। এছাড়া পরিবারকে সময় দিয়েছি। চিন্তা করেছি কোন গান এবং কেমন গান নিয়ে ফিরব। অবশেষে 'ভালোবাসো কিনা' গানের মাধ্যমে আসছে ঈদে আবার গানে ফিরছি।'
গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। 'ভালোবাসো কিনা' গানটির ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
Comments