১০ মাস পর শুরু হচ্ছে বিটিএসের ‘রান বিটিএস’

কে-পপ বয় গ্রুপ বিটিএস ১০ মাস পর নিজস্ব শো ‘রান বিটিএস’ নিয়ে ফেরার ঘোষণা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীত

কে-পপ বয় গ্রুপ বিটিএস ১০ মাস পর নিজস্ব শো 'রান বিটিএস' নিয়ে ফেরার ঘোষণা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ব্যান্ডটি সোমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি টিজার ভিডিওতে বলেছে, ১০ মাসের বিরতি পর 'রান বিটিএস' ফিরছে। দয়া করে অপেক্ষা করুন। শোটি আরও দারুণ হতে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ান ওয়েবভিত্তিক সিরিজ 'রান বিটিএস'। যা ২০১৫ সালের আগস্টে শুরু হয়েছিল এবং তারপর থেকে ১৫৬টি পর্ব মুক্তি পেয়েছে। ২০২১ সালের অক্টোবরে শেষ পর্বটি সম্প্রচারিত হওয়ার শোটির বিরতি ঘোষণা করা হয়।

সাপ্তাহিক শোটি ওয়েভার্সে দেখানো হবে কে-পপ ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম ওয়েভার্স, নাভার'স ভি লাইভ এবং ইউটিউবে দেখানো হবে।

ভিডিওটিতে বিটিএসের সাত সদস্য জানিয়েছেন, বিটিএসের নিজস্ব শো 'রান বিটিএস' ১০ মাস পরে ফিরে আসছে। নতুন এপিসোডের প্রিমিয়ার হবে আগামী ১৬ আগস্ট।

Comments