১২ বছর পর চলচ্চিত্রে আফসানা মিমি
নব্বই দশকের টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। টিভি নাটকের পাশাপাশি মঞ্চে অভিনয় করেছেন এক সময়। নাট্যপরিচালক হিসেবেও সফলতা পেয়েছেন। চলচ্চিত্রের পর্দায়ও তার সুঅভিনয় মন কেড়েছে দর্শকদের।
সবশেষ শেষ আফসানা মিমিকে বড় পর্দায় দেখা গেছে 'প্রিয়তমেষু'তে। এরপর দীর্ঘ ১২ বছর বিরতি শেষে এই ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা 'পাপ-পুণ্য।' মুক্তির অপেক্ষায় আছে 'পাতাল ঘর' নামের আরও একটি সিনেমা। প্রথমবারের মতো 'নিখোঁজ' নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মিমি।
নতুন সিনেমা, অভিনয়, পরিচালনাসহ নানা বিষয়ে আফসানা মিমি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
প্রিয়তমেষু মুক্তির এক যুগ পর আপনার নতুন চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
গিয়াস উদ্দিন সেলিম আমার খুব কাছের মানুষ। তিনি যখন 'পাপ-পুণ্য' সিনেমায় অভিনয় করার কথা বলেন, তখন সিনেমাটি করি। আসলে এই সিনেমায় আমার খুব পরিচিতজনরা অভিনয় করেছেন। সুন্দর একটি পরিবেশের মধ্যে অভিনয় করেছি। ঈদে 'পাপ-পুণ্য' মুক্তি দেওয়া হবে। এই সিনেমায় আমার চরিত্র ও গল্প নিয়ে বলতে চাই না। দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে গল্পটি দেখুক। এটুকু বলতে পারি, খুব ভালো একটি সিনেমা দর্শকরা দেখতে পাবেন। এই সিনেমার মধ্যে দিয়ে অনেক বছর পর বড় পর্দায় ফিরছি।
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। কেমন লেগেছে কাজ করে?
ওয়েব সিরিজটির নাম 'নিখোঁজ'। এটা যেমন আমার প্রথম ওয়েব সিরিজ, তেমনি চরকির সঙ্গেও প্রথম কাজ। অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। গল্প ভীষণ ভালো ছিল। পরিচালক রিহান রহমান যেভাবে চেয়েছেন, সেভাবে অভিনয় করেছি। এই প্রজন্মের পরিচালক হয়েও দারুণ কাজ করেছেন তিনি। সব মিলিয়ে অসাধারণ একটি কাজ হয়েছে। প্রচার হওয়ার পর অনেকেই ভালো বলেছেন।
একসময় অভিনয়ে নিয়মিত হলেও এখন আপনাকে কম দেখা যায় কেন ?
এ কথা সত্যি যে, একটা সময়ে ভীষণ মনোযোগ দিয়ে অভিনয় করেছি। টানা অভিনয় করে গেছি। তারপর নাটক পরিচালনা শুরু করি। আবার একটা সময়ে অসম্ভব মনোযোগ দিয়ে নাটক পরিচালনা করেছি। পরিচালনা বেশি করার কারণেই অভিনয়ে কম দেখা যেত। ২টি সিনেমার পর সবশেষ ওয়েব সিরিজ নিখোঁজ করলাম। পাপ-পুণ্য ছাড়াও নূর ইমরান মিঠুর একটি সিনেমা করেছি। পাতাল ঘর নাম। সামনে আরও অভিনয় করব। এখন অভিনয়ে কিছুটা সময় দেবো। দর্শকরা মাঝে মাঝে অভিনয়ে পাবেন ।
এই সময়ে এসে কী ধরনের চরিত্র আপনাকে টানে?
প্রথমত পরিচালক কাকে কোন চরিত্রে নেবেন, এটা তার সিদ্ধান্ত। তার একটা স্বাধীনতা আছে। আমার কথা যদি বলি তাহলে বলব, যেসব চরিত্রে অভিনয় করার সুযোগ আছে, আমার সঙ্গে যায়, আমি মন দিয়ে শুধু অভিনয়টাই করতে পারব, সেসব চরিত্রকে প্রাধান্য দেবো। নিদিষ্ট করে কোনো চরিত্রের কথা বলতে চাই না। একজন শিল্পী অভিনয় করতে চান। অভিনয়ই একজন শিল্পীর কাছে সব।
সামনে নতুন কোনো নাটক পরিচালনা করবেন কি ?
না। এখন তো শিল্পকলা একাডেমিতে জব করছি। আপাতত ডিরকেশন নয়, অভিনয়টাই করব। ডিরেকশন দিতে সময় লাগবে।
Comments