বসন্তের সন্ধ্যায় আলো ছড়ালেন তারকারা

ছবি: স্টার

গতকাল রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে দ্য ডেইলি স্টারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজির ছিলেন বিনোদন জগতের অনেক চেনা মুখ। বসন্তের সন্ধ্যায় এই আনন্দ আয়োজনে আলো ছড়ান তারাও।

এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- যাদুশিল্পী জুয়েল আইচ, বিপাশা আইচ, চিত্রপরিচালক অমিতাভ রেজা চৌধুরী, রেদওয়ান রনি, শিহাব শাহীন ও রায়হান রাফি, অভিনেতা তারিক আনাম খান, নিমা রহমান, আরিক আনাম খান, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস, সোহানা সাবা, আরিফিন শুভ, বুবলি, নিপুণ, সাইমন সাদিক, সোহেল মণ্ডল, সাদিয়া আফরিন মল্লিক, পলাশ, বাঁধন, ভাবনা, শবনম ফারিয়া, জয়া আহসান, দীঘি, পরীমনি, রাজ, অনিমেষ আইচ, তাসনিয়া ফারিণ প্রমুখ।

জয়া আহসান। ছবি: স্টার
আজমেরী হক বাঁধন। ছবি: স্টার
সোহানা সাবা। ছবি: স্টার
সারা জাকের ও ইরেশ জাকের। ছবি: স্টার
রাজ্য, রাজ ও পরীমনি। ছবি: স্টার
যাদুশিল্পী জুয়েল আইচ ও বিপাশা আইচ। ছবি: স্টার
সাইমন সাদিক, নিপুণ আক্তার, শবনম বুবলি, সোহেল মণ্ডল, শবনম ফারিয়া, তাসনিয়া ফারিণ, আশনা হাবিব ভাবনা, আজমেরী হক বাঁধন। ছবি: স্টার
সাদিয়া আফরিন মল্লিক, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস। ছবি: স্টার
তমা মির্জা ও রায়হান রাফি। ছবি: স্টার
কাজল আরেফিন অমি, তাসনিয়া ফারিণ ও জিয়াউল হক পলাশ। ছবি: স্টার
বুবলি ও সোহেল মণ্ডল। ছবি: স্টার
তারিক আনাম খান, নিমা রহমান, সোহানা সাবা, শিহাব শাহীন, আরিফিন শুভ, রেদওয়ান রনি। ছবি: স্টার
শাহীন আনাম ও ফাহমিদা নবী। ছবি: স্টার
এলিটা করিম। ছবি: স্টার
কাজল আরেফিন অমি, বৃন্দাবন দাশ ও আমিতাভ রেজা। ছবি: স্টার
অনিমেষ আইচ, আশনা হাবিব ভাবনা, আজমেরী হক বাঁধন, সাইমন সাদিক, নিপুণ, বুবলি, সোহেল মণ্ডল। ছবি: স্টার
খায়রুল বাশার ও সাদিয়া আয়মান। ছবি: স্টার

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago