অধিনায়ক হওয়ার পুরস্কার পেলেন সরফরাজ

এখন থেকে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের পাশাপাশি টেস্টেও নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পুরস্কার হিসেবে মঙ্গলবার তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
লন্ডনে ভারতকে ১৮০ রানে হারিয়ে ট্রফির স্বাদ এনে দেওয়ায় ইসলামাবাদে দলের সম্মানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এক সংবর্ধনার আয়োজন করেন। সেখানেই দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান টেস্ট অধিনায়ক হিসেবে সরফরাজের নাম ঘোষণা করেন।
মঙ্গলবার ওই অনুষ্ঠানে খান বলেন, “ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি আহমেদ এখন আমাদের টেস্ট দলেরও নেতৃত্বে থাকবে।”
৩০ বছরের সরফরাজ আগামী অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দিবেন। এই সিরিজের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর ওয়ানডে অধিনায়কের হওয়ার পর এখন পর্যন্ত সরফরাজের নেতৃত্বে নয়টি ম্যাচ খেলেছে পাকিস্তান। এই নয়টির মধ্যে সাতটিতেই জয় পেয়েছে তারা। এ বাদেও সর্বশেষ আটটি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। এখানেও জয় এসেছে সাতটিতে।
গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ম্যাচে টেস্ট সিরিজ জিতে অবসরের ঘোষণা দেন মিসবাহ-উল-হক। এর পর থেকেই পাকিস্তান টেস্ট দলের অধিনায়কের পদটি ফাঁকা ছিল।
Comments