অপরাজেয় বাংলার ভাস্কর আব্দুল্লাহ খালিদ আর নেই

দেশের প্রখ্যাত ভাস্কর আব্দুল্লাহ খালিদ আর নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের অপরাজেয় বাংলার ভাস্কর গতকাল রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
খালিদের ছোট ছেলে সৈয়দ আব্দুল্লাহ জহির বলেন, গত ২ মে তাঁর বাবাকে বারডেমে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিস ও ফুসফুসে জটিলতায় ভুগছিলেন।
জহির দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ১১টায় চারুকলায় আব্দুল্লাহ খালিদের লাশ নিয়ে যাওয়া হবে। এর এক ঘণ্টা পর তাঁর নিজের সৃষ্ট অমর কীর্তি অপরাজেয় বাংলার পাদদেশে মরদেহ রাখা হবে। সেখানে ভাস্করের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে।
জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবার লাশ দাফনের ইচ্ছা জানিয়েছেন জহির।
Comments